হাওয়াইয়ের মাওনা লোওয়া আগ্নেয়গিরিতে কয়েক দশক পর সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়। এবার এর পার্শ্ববর্তী কিলাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেখানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২১ সালে কিলাউয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর গত মাসে এর লাভা উদগিরণ বন্ধ হয়। এখন নতুন করে উদগিরণ শুরু হওয়ায় এর শীর্ষে কম্পনের কার্যক্রম বেড়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) হাওয়াইয়ান আগ্নেয়গিরি অবজারভেটরি ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কিলাউয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছে।
এদিকে কর্মকর্তারা কিলাউয়ের আগ্নেয়গিরির সতর্কতা স্তরকে বাড়িয়েছে। পাশাপাশি এর বিমান চলাচলের রঙের কোড কমলা থেকে লালে আপডেট করা হয়েছে।
হাওয়াই ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অগ্ন্যুৎপাতটি বর্তমানে গর্তের মধ্যে সীমাবদ্ধ। এটি কারো জন্য বিপজ্জনক অবস্থায় নেই।
বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরিটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত। এর নাম মাওনা লোয়া। দীর্ঘ প্রায় চার দশক পর এটিতে অগ্ন্যুৎপাত শুরু হয় গত বছরের অক্টোবরে। যদিও এটিতে লাভা উদগিরণ এখন বন্ধ রয়েছে।