প্যারিসে কৃষক বিক্ষোভের মধ্যে জাদুঘরে ঢুকে রোববার মোনালিসার চিত্রকর্মটির ওপর স্যুপ ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
তারা আরও বলেন, তোমাদের কৃষিব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে। আমাদের কৃষকরা কর্মক্ষেত্রে মারা যাচ্ছে। এরপর মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের সামনে কালো কাপড়ের পর্দা টানিয়ে দেন এবং চিত্রকর্মটির কক্ষ থেকে লোকজনকে সরিয়ে দেন। চিত্রকর্মে স্যুপ ছোড়ার ঘটনায় রিপোস্ত অ্যালিমেনতেয়া (ফুড কাউন্টার অ্যাটাক) নামে একটি পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন দায় স্বীকার করেছে। এর আগে ২০২২ সালে এর ওপর কেক ছোড়া হয়।
মোনালিসা ১৬ শতকে চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্মগুলোর একটি। মধ্য প্যারিসে ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এটি। চিত্রকর্মটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।