মহামারী করোনাভাইরাস এখনো বিপর্যস্ত অবস্থা পাকিস্তানে। তবে এর প্রতিরোধে দেশটির হাতে এতদিন কোনও টিকেই ছিল না। এবার উপহার হিসাবে ৫ লক্ষ ডোজ পাঠাচ্ছে তাদের বন্ধু দেশ চীন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি বৃহস্পতিবার জানিয়েছেন, চীন থেকে ৫ লক্ষ সিনোফার্মের ডোজ আসবে পাকিস্তানে। তিনি আরও বলেন, ‘আমি সুখবর দিতে চাই যে চীন আমাদের ৩১ জানুয়ারির মধ্যে ৫ লক্ষ করোনা ডোজ দিতে রাজি হয়েছে।’
এর আগে, গতকাল বৃহস্পতিবারই ভারত টিকা পাঠিয়েছিল বাংলাদেশ ও নেপালে। উপহার হিসাবে ২০ লক্ষ টিকা পৌঁছেছিল ঢাকায়। তারপরেই পাকিস্তান থেকে এল টিকা পাওয়ার ঘোষণা।