English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

এবার কাঠমিস্ত্রির ভূমিকায় নজর কাড়লেন রাহুল গান্ধী

- Advertisements -

আবারও জনসংযোগে নেমে নজর কেড়েছেন রাহুল গান্ধী। এবার আসবাবপত্রের দোকানে ঢুকে কাঠমিস্ত্রির ভূমিকায় ধরা দিলেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য।

তিনি আমজনতার নেতা। মানুষের ভিড়ে মিশে গিয়েই জনসংযোগে বিশ্বাসী। এভাবেই নিজেকে বারবার তুলে ধরতে চেয়েছেন রাহুল। এবারও তার ব্যতিক্রম হলো না।

বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) দিল্লির কীর্তিনগরের এক আসবাবপত্রের দোকানে পৌঁছে গিয়েছিলেন সোনিয়াপুত্র। সেখানেই কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, নিজের হাতে করাতও তুলে নেন। কাঠ কাটেন। এককথায় কর্মীদেরই অন্যতম হয়ে ওঠার চেষ্টা করেন রাহুল।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাহুলের সেই সব ছবি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবপত্রের বাজারে গিয়েছিলাম। সেখানে মিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করি। শুধু পরিশ্রমীই নন, এই কর্মীরা ভালো শিল্পীও বটে। নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয়। অনেকক্ষণ কথা বললাম। তাদের কাজ শেখা ও করার চেষ্টাও করলাম

এর আগেও একাধিকবার জনসংযোগে নজর কেড়েছেন রাহুল। কর্নাটক নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের বাইকে ঘুরে চমক দিয়েছিলেন তিনি। আবার সংসদ সদস্য পদ খুইয়েও ট্রাকচালকদের অভাব অভিযোগ বুঝতে তিনি আম্বালায় রাতভর ট্রাকে চেপেই ঘুরেছিলেন।

আবার কখনও গ্যারেজে ঢুকে মেকানিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ওয়ানড়ের এই সংসদ সদস্য। সবজি বিক্রেতার সঙ্গে সেরেছেন মধ্যাহ্নভোজ। এবার আসবাপত্রের বাজারে তিনি। লোকসভা নির্বাচনের আগে এভাবেই সাধারণের ভিড়ে মিশে থেকে মন জিততে চান রাহুল। এমনটাই ধারণা বিশ্লেষক মহলের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

পাঙাস মাছের যত পুষ্টিগুণ

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন