English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

এক হাজার নার্স নিচ্ছে সৌদি আরব, বেতন দেড় লাখ

- Advertisements -

চলতি বছর শত শত বিদেশি নার্স নিয়োগ দেবে সৌদি আরব। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে এসব নার্স নেবে তারা।

গড়ে মাসে ৫ হাজার ২৫০ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকার বেশি) বেতন পাবেন তারা।

শ্রীলঙ্কার শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশ থেকে চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর সেই পরিকল্পনার আওতায় শ্রীলঙ্কা থেকে এক হাজার নার্স নেওয়া হবে।

শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা সঞ্জয় নাল্লাপেরুমা জানিয়েছেন, গত সপ্তাহে কলম্বোতে প্রথম দফার নার্স নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফা নার্স নিয়োগের কার্যক্রম শুরু হবে আগামী আগস্ট মাসে।

কলম্বো জানিয়েছে, প্রথম দফায় ৪০০ জন নার্স আবেদন করেন। এদের মধ্য থেকে ৯৫ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে এসব নার্সের নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।

নিয়োগ পাওয়া নার্সরা সৌদি আরবে গড়ে মাসিক ৫ হাজার ২৫০ সৌদি রিয়াল (প্রায় ১৪০০ মার্কিন ডলার) বেতন পাবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন