সারাবিশ্বে গত দেড় বছরে করোনায় (কোভিড-১৯) কমপক্ষে ৬৯ লাখ মানুষ মারা গেছেন, যা দেশগুলোর সরকারি হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশনের (আইএইচএমই) বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। এর মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ে দেশে দেশে বিপর্যস্ত অবস্থা।
ভারতের মতো এতটা ভয়াবহ না হলেও করোনার তৃতীয় ঢেউয়ে পাকিস্তানেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এর মধ্যে, শুধুমাত্র গেল এপ্রিলেই পাকিস্তানে এক থেকে ২০ বছর বয়সী ১৫ হাজারের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে জানিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে মহামারি শুরু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত একই বয়সের মোট ৯৩ হাজার শিশু সংক্রামিত হয়েছে। তুরস্কের একটি গণমাধ্যম জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৯ শিশু প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ছয় জনের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে।