গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ইস্যু নিয়েই আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উজবিকস্তানে আলোচনায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকে তাইওয়ান ও ইউক্রেন নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
ক্রেমলিন জানিয়েছে, ‘পুতিন দ্বিপাক্ষিক নানা বিষয় এবং প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।’
ক্রেমলিন আরও জানিয়েছে, দুই দেশই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অংশিদারিত্বের বিষয়ে ঊচ্চ পর্যায়ের ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
ক্রেমলিনের দাবি, রাশিয়া কেন ইউক্রেনে সেনা অভিযান চালাতে বাধ্য হয়েছে সে বিষয়টি ভালো করেই অনুধাবন করতে পারে চীন।
সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চীন ও রাশিয়ার দুই নেতা। উজবেকিস্তানের সমরখন্দে হচ্ছে সংস্থাটির এবারের সম্মেলন।