পুরুষের একা প্রবেশ নিষিদ্ধ করেছে জাপানের একটি চিড়িয়াখানা। তারা বলেছে, সঙ্গে নারী অথবা পরিবারের সদস্যরা থাকলেই শুধু কোনো পুরুষকে চিড়িয়াখানায় প্রবেশ করতে দেয়া হবে।
পূর্ব জাপানের তোচিগি প্রিফেকচারে ‘হিলিং প্যাভিলিয়ন’ নামে ওই চিড়িয়াখানায় এসংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
কেনো এমন সিদ্ধান্ত সে বিষয়ে বিস্তারিত জানিয়ে চিড়িয়াখানাটির পরিচালক মিসা মামা বলেছেন, নারী দর্শনার্থীরা বেশ কয়েকবার যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন। আর সব ক্ষেত্রেই অভিযুক্ত হলেন পুরুষ, যারা পরিবার ছাড়া একা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন তারাই এসব কাণ্ড ঘটিয়েছেন।
ওই চিড়িয়াখানায় পশুপাখিকে স্পর্শ করা যায়। তাদের সঙ্গে সময় কাটানো যায়। কুকুর, বিড়াল, ভেড়াকে নিজের হাতে খাওয়ানো যায়। এভাবে মানুষজনের মানসিক, শারীরিক সমস্যা নিরাময়ের চেষ্টা হয় এই চিড়িয়াখানায়।
দর্শনার্থীরা চাইলে নিজেদের পোষা প্রাণীও সঙ্গে নিয়ে যেতে পারেন এই চিড়িয়াখানায়। মিসা মামা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, এবার থেকে আর পুরুষরা একা এলে সেখানে প্রবেশ করতে পারবেন না। সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবীরা থাকলে প্রবেশ করা যাবে।
শুধু নারী দর্শনার্থী নন, মিসা মামা নিজেও ‘সিঙ্গেল পুরুষের’ হেনস্তার শিকার হয়েছেন। কখনো কখনো নারীদের উদ্দেশে কুমন্তব্যও করা হয়েছে।
মিসার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকজন নারী কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। কয়েকজন পুরুষ লিখেছেন, ‘অনেকেই একা পশুপাখির সঙ্গ উপভোগ করতে যান। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে তা আর হবে না।’