English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

একাই পারি, চীনের সাহায্য চাইনি: রাশিয়া

- Advertisements -

চীনের কাছ থেকে রাশিয়া সামরিক সহযোগিতা চেয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, একাই ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ চলমান রাখার সামর্থ্য আছে রাশিয়ার। ইউক্রেন অভিযান ‘মূল সময়সূচি মতোই’ এবং ‘পূর্ণাঙ্গভাবে সমপন্ন’ হবে।

রাশিয়া ২৪ টেলিভিশনে দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বেসামরিক হতাহত এড়াতে এবং কিয়েভসহ অন্য ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রমণ থেকে বিরত থাকতে পরিকল্পনা করেছে।

তবে সতর্ক করে দিয়ে ক্রেমলিনের মুখপাত্র এ ও বলেন, ‘শহর অঞ্চলে যুদ্ধ চললে বেসামরিক নাগরিকদের মধ্যে অনিবার্যভাবে বিপুল হতাহতের ঘটনা ঘটবে। শান্তিকামী জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রধান জনবসতিগুলোকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না মন্ত্রণালয়। তবে মানবিক করিডোর হিসেবে ব্যবহৃত অঞ্চলের বিষয়টি ব্যতিক্রম।

পেসকভ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে উসকানি দিয়ে ইউক্রেনের প্রধান শহরগুলোতে আক্রমণ করাতে চায়। যাতে বেসামরিক মৃত্যুর দায় রাশিয়ার কাঁধে চাপানো যায়। আমরা মনে করি এ ধরনের অবস্থান উসকানিমূলক। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন