পাঁচ বন্ধুকে নিয়ে নিজের সাবেক প্রেমিকাকে অপহরণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নারীর অভিযোগ, ট্যাক্সিতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণ করে নিয়ে যাওয়ার পর একসঙ্গে থাকার জন্য চাপ দিয়েছে তার সাবেক প্রেমিক।
দুবাইয়ের একটি আদালতে এ ব্যাপারে অভিযোগ করেছেন তিনি। তবে অভিযুক্ত যুবক পালিয়ে বেড়াচ্ছেন। ২৪ বছর বয়সী ওই নারীর দাবি, তাকে
অভিযুক্ত ব্যক্তি যৌনকর্মী বানানোর চেষ্টা করেছে।
তিনি আরো বলেন, আমার অনিচ্ছা সত্ত্বেও সাবেক প্রেমিক চাচ্ছিল, যেন আবারো তার সঙ্গে থাকি। এজন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাকে অপহরণ করেছে।
৪৫ বছর বয়সী একজন ব্যবসায়ী আদালতে বলেছেন, ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি। তিনি বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটছিলাম। ওই সময় এক নারীকে জোর করে ট্যাক্সিতে তুলে নিয়ে যেতে দেখি। তখন তার ব্যাগ ও মোবাইল বাইরে পড়েছিল। আমি তখন পুলিশের কাছে ফোন করি।
পুলিশ জানিয়েছে, ট্যাক্সির নম্বর ধরে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন