ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে রুশ সেনারা কিয়েভের দিকে আসছে না। তবুও রাজধানীর নিরাপত্তায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম এএফপিকে সাক্ষাৎকারে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মনাস্ত্রেস্কি বলেন, কিয়েভে আজ আক্রমণের ঝুঁকি নেই। বেলারুশ সীমান্তে রাশিয়ার সৈন্য নেই। তবুও আগামীকাল যেকোনো পরিস্থিতি সম্ভব, সেটা আমরা বিবেচনায় রাখছি।
সম্ভাব্য আক্রমণের বিষয় মাথায় রেখে ইউক্রেনের সেনারা সতর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাপক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রতিরক্ষাসীমা প্রস্তুত রয়েছে। কিয়েভ এবং আশেপাশে প্রশিক্ষিত সেনারা সতর্ক অবস্থানে থাকবে। যেকোনো সময় রাশিয়া বিমান হামলা চালাতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি।