হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে সিরিয়া।নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের মধ্যে গত কয়েক দিন ধরে চলা সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এমন অবস্থায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আল-শারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
দামেস্কের একটি মসজিদে দেওয়া এক ভাষণে শারা বলেন, ‘আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য ও নাগরিক শান্তি রক্ষা করতে হবে। আল্লাহ’র ইচ্ছায়, আমরা এই দেশে একসঙ্গে বসবাস করতে সক্ষম হব।
সাম্প্রতিক এই সংঘর্ষ বর্তমান সরকারের জন্য এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় কারফিউ জারি করা হয়েছে। এটি আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে দেশটির আলাউই সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আর নিহতদের অধিকাংশই এই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।