প্রথমবারের মতো একজন নারীকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রবীণ কূটনীতিক চো সন-হুই এই পদে নিয়োগ পেয়েছেন।
আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দলীয় এক বৈঠকে চো সন-হুইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। চো সন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রি সন গওনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে চো সন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
চো সন হুই মূলত একজন কূটনৈতিক। তিনি ভালো ইংরেজি বলতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সময় কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন তিনি।