উদ্ধারকাজে অয়েল অ্যান্ড নেচার গ্যাস করপোরেশন (ওএনজিসি), সাতলুজ জলবিদ্যুৎ নিগম, রেল বিকাশ নিগম লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড এবং তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট লিমিটেড- এই পাঁচটি উদ্ধারকারীদল কাজ করছে। বর্ডার রোড করপোরেশন এবং সেনাবাহিনীও এই দলগুলোর সঙ্গে অংশ নিয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকদের দলও রাখা হয়েছে।
এদিকে আটকে পড়াদের পরিবার শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য বিক্ষোভ করেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবারগুলোকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, শ্রমিকদের বাঁচাতে উদ্ধারকারীরা নির্বিঘ্নে কাজ করছে। অসহায় শ্রমিকদের মনোবল বজায় রাখা উচিত।