English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

ইসলামোফোবিয়া দূর করতে বিশ্বব্যাপী অমুসলিমরা রোজা রাখার চ্যালেঞ্জ নিয়েছেন

- Advertisements -

বিশ্বজুড়েই ইসলামোফোবিয়া বা ইসলামভীতি ক্রমবর্ধমান। এর বিরুদ্ধে এবং মুসলমানদের প্রতি সংহতি প্রদর্শন ও ধর্মীয় সহনশীলতার উন্নতির জন্য পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে অমুসলিমরা দুটি রোজা রাখার চ্যালেঞ্জে অংশ নিয়েছেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়ঃ বিশ্বের ২৫ টিরও বেশি দেশের মানুষ বার্ষিক ”ঐক্যের জন্য রোযা’ এবং ৩০ দিনের রমজান হিজাব চ্যালেঞ্জে অংশ নেন। দুটি প্রোগ্রামই বিশ্ব হিজাব দিবস সংস্থা নামক অলাভজনক সংস্থা দ্বারা আয়োজন করা হয়। সংস্থাটির লক্ষ্য মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য প্রতিরোধ করা। তারা রমজানের প্রথম দিন এই প্রোগ্রাম শুরু করেন।

Advertisements

আরব নিউজকে সংস্থাটি জানায়, “রোজা রাখার এই চ্যালেঞ্জ অমুসলিমদের এক দিন, দুই দিন, ১০ দিন কিংবা সমস্ত ৩০ দিন রোয়া রাখার আমন্ত্রণ জানায় যেনো তারা বুঝতে পারে মুসলমানরা কীভাবে রোজা রাখে এবং আত্ম-উপলব্ধি, আত্ম-শৃঙ্খলার আধ্যাত্মিক পথে গমন করে। সেই সাথে তারা যেনো ইসলামোফোবিয়ার বিরুদ্ধেও অবস্থান নেয়।”

কেট স্টেবলস নামের অমুসলিম বৃটিশ গায়িকা উক্ত চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি জানান যে, এই নিয়ে দ্বিতীয় বছর তিনি রোজা রাখছেন।

তিনি বলেন, “আমি দেখলাম যে এক মাসের জন্য সম্পূর্ণরূপে পরিবর্তন করা থেকে আমি কী করছি, কীভাবে করছি সেটা ভাবার পাশাপাশি আমার চারপাশের এবং সারা বিশ্বের মানুষদের সম্পর্কে চিন্তা করার জন্য সময়-সুযোগ বের করা যায়। যা থেকে অনেক কিছু শেখার আছে।”

Advertisements

তিনি বলেন, “ঐক্যের জন্য রোজা- নামটি থেকে বোঝা যায়, এটা ইসলামোফোবিয়া দূর করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকল কমিউনিটির একসাথে কাজ করার একটি উদ্যোগ। ”

অন্যদিকে হিজাব চ্যালেঞ্জ (#Hijab30 নামেও পরিচিত) চালু করা হয়েছিল ২০১৪ সালে। এটি  হিজাব পরা নারীদের প্রতি বৈষম্য বন্ধ করতে এবং ব্যক্তিগত পছন্দকে সম্মান জানাতে সকল জাতির নারীদের ৩০ দিন হিজাব পরিধান করার জন্য আমন্ত্রণ জানায়৷

এসব চ্যালেঞ্জগুলোর নেপথ্যে যে সংগঠন সেটির অবস্থান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷ লক্ষ লক্ষ মুসলিম নারী যারা হিজাব পরেন তাদের প্রতি স্বীকৃতিস্বরূপ এটি প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস এবং অন্যান্য অনুষ্ঠান আয়োজন করে থাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

উধাও তাজমহল!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন