ফিলিস্তিনে কর্মরত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল-জাজিরা’র সিনিয়র সাংবাদিক আবু আকলে ইসরায়েলের একজন সেনা সদস্যের গুলিতে নিহত হয়েছেন।
মার্কিন প্রভাবশালী দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার ওয়াশিংটন পোস্ট জানায়, বহু সংখ্যক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, বিভিন্ন রকমের ভিডিও পর্যালোচনা, বন্দুকের গুলির শব্দের নানা আঙ্গিকে বিশ্লেষণ এবং দুইবার ঘটনাস্থল পরিদর্শন থেকে পাওয়া তথ্য চিত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের উত্তরাংশে সাংবাদিক আবু আকলেকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি লাগলে তিনি মাটিতে লুপিয়ে পড়েন। এই ঘটনার পর বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।
ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়, গুলি বর্ষণের সময় একজন স্নাইপার আবু আকলে থেকে ১৮৩ মিটার দূরে অবস্থান করছিলেন যেখানে ইসরায়েলের সেনারা একটি গাড়ি বহর মোতায়েন করেছিল।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি বন্দুকধারীদের পক্ষ থেকে ছোড়া গুলিতে সাংবাদিক আবু আকলে নিহত হয়েছেন। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদন বলছে, ইসরায়েল তার দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থিত করতে পারেনি।