English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ইসরায়েল-হিজবুল্লাহ দ্বন্দ্ব তুঙ্গে

- Advertisements -

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে ১২ শিশু-কিশোরের মৃত্যু ঘিরে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৬৬ জন নিহত হয়েছে।

গোলান মালভূমির মাজদাল শামসে গত শনিবার ফুটবল মাঠে রকেট হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল রবিবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা ফোর্সেস (আইডিএফ) লেবানন ভূখণ্ডের ভেতরে হিজবুল্লাহর সাতটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ বলেছেন, তাঁরা উত্তরের দিকে লড়াইকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হিজবুল্লাহ সব রেড লাইন (চূড়ান্ত সীমা) পার করে ফেলেছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মুখে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। দুই সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে। হিজবুল্লাহ এরই মধ্যে লেবাননের দক্ষিণ ও বেকা উপত্যকার পূর্বাংশে তাদের গুরত্বপূর্ণ কিছু স্থান খালি করে ফেলেছে। অন্যদিকে ইসরায়েলকে সংযত থাকার জন্য বলতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে লেবানন সরকার।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ হাবিব এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহও যেন সংযত থাকে সে বার্তা দিতে লেবাননের সরকারকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ইরানের সাবধানবার্তা

লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সাবধান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের যেকোনো অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, অনিরাপত্তা আর যুদ্ধকে আরো বিস্তৃত করতে পারে। এ ধরনের কোনো বোকামি করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতি আর প্রতিক্রিয়ার দায় নিতে হবে বলে সাবধান করে মন্ত্রণালয়।

গত অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েলি বাহিনীর বিরোধ বেড়েছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল সীমান্তে হামলা করছে তারা। ইসরায়েলি বাহিনীও ইরান সমর্থিত গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে যাচ্ছে।

গাজায় হামলা চলছে

খান ইউনিস শহরসহ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা চলছেই। ফিলিস্তিনি গণমাধ্যম গতকাল মধ্য গাজায় বুরেজ শরণার্থীশিবিরে ইসরায়েলের অভিযানের খবর দিয়েছে। এদিকে দেইর আল বালাহর কাছে একটি স্কুলে হামলায় আহতদের অনেককে শহরের আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আর ওষুধের অভাবে তাঁরা রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছেন না। হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চোখের সামনে অনেক আহত মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৬৬ জন নিহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে গাজায় ৩৯ হাজার ৩২৪ জন নিহত এবং ৯০ হাজার ৮৩০ জন আহত হয়েছে।

সূত্র : এএফপি, আলজাজিরা

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন