ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে ১২ শিশু-কিশোরের মৃত্যু ঘিরে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৬৬ জন নিহত হয়েছে।
গোলান মালভূমির মাজদাল শামসে গত শনিবার ফুটবল মাঠে রকেট হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের সাবধানবার্তা
লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সাবধান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের যেকোনো অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, অনিরাপত্তা আর যুদ্ধকে আরো বিস্তৃত করতে পারে। এ ধরনের কোনো বোকামি করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতি আর প্রতিক্রিয়ার দায় নিতে হবে বলে সাবধান করে মন্ত্রণালয়।
গত অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েলি বাহিনীর বিরোধ বেড়েছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল সীমান্তে হামলা করছে তারা। ইসরায়েলি বাহিনীও ইরান সমর্থিত গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে যাচ্ছে।
গাজায় হামলা চলছে
খান ইউনিস শহরসহ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা চলছেই। ফিলিস্তিনি গণমাধ্যম গতকাল মধ্য গাজায় বুরেজ শরণার্থীশিবিরে ইসরায়েলের অভিযানের খবর দিয়েছে। এদিকে দেইর আল বালাহর কাছে একটি স্কুলে হামলায় আহতদের অনেককে শহরের আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আর ওষুধের অভাবে তাঁরা রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছেন না। হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চোখের সামনে অনেক আহত মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৬৬ জন নিহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে গাজায় ৩৯ হাজার ৩২৪ জন নিহত এবং ৯০ হাজার ৮৩০ জন আহত হয়েছে।
সূত্র : এএফপি, আলজাজিরা