যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পর এবার ইসরায়েল সফরে গেলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
শুক্রবার তিনি ইসরায়েলের তেল আবিবে পৌঁছান তিনি। সেখানে তিনি সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নিতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
অস্টিন লয়েড হলেন দ্বিতীয় শীর্যপর্যায়ের মার্কিন কর্মকর্তা, যিনি ব্লিংকেনের সফরে দুই দিনের মধ্যেই ইসরায়েল সফেরে গেলেন।
জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট এবং ইসরায়েলি যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন।