ইসরায়েলের বাত ইয়াম শহরের কেন্দ্রস্থলে তিনটি বাসে বোমা বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতি (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।
তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এই বিস্ফোরণের জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী সংস্থাকে দায়ী করেছেন।
এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক ডেকেছেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে এটি সন্ত্রাসী হামলা। একাধিক রিপোর্টে জানা গেছে বাত ইয়ামের বিভিন্ন বাসে বিস্ফোরণ হয়েছে।
দেশটির পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে এবং দুইটি বাসের বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সন্দেহভাজনকারীদের ধরতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সন্দেহজনক কোনোকিছু মনে হলেই পরীক্ষা করছে। সন্দেহজনক বস্তু ও এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের।
বাত ইয়ামের মেয়র এক ভিডিও বিবৃতিতে বলেছেন, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।