English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় যুক্তরাষ্ট্রে চাকরি হারালেন মুসলিম নার্স

- Advertisements -

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলায় চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এক মুসলিম নার্স। হাসেন জাবর নামে ওই নার্স ইনস্টাগ্রামে নিজেই এই তথ্য জানিয়েছেন।

ইনস্টাগ্রামের পোস্টে জাবর জানান, গাজা ইস্যুতে কথা বলায় গত ৭ মার্চ তাকে পুরস্কৃত করা হয়। কিন্তু এর একমাস পরই তাকে চাকরিচ্যুতের চিঠি দেয়া হয়।অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে জাবর গাজায় নারীদের ওপর ইসরায়েলি বর্বরতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, যেভাবে গাজায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন, তা গণহত্যা ছাড়া কিছু নয়।

ওই হাসপাতালের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানায়, নার্স হাসেন জাবরকে পূর্বে এ বিষয়ে কথা না বলতে সতর্ক করা হয়। কারণ গাজা ইস্যুতে কথা বলতে কর্মক্ষেত্রে যে ঝামেলায় পড়তে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের মুখপাত্র জাবরকে এক ইমেইল বার্তায় গত ডিসেম্বরে এ বিষয়ে সতর্ক করেন। তবে তাকে বরখাস্তের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন