সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি। স্থানীয় সময় সোমবার এই কমান্ডারকে হত্যা করা হয়। সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয়। এদিকে মৌসাভির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আইআরজিসি। এই বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র রমজান শরীফ জানিয়েছেন, মৌসাভিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
তিনি বলেন, ইরানের এই শীর্ষ কমান্ডারকে হত্যা করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ইসরায়েলে। মৌসাভি এমন একটি দেশের উপদেষ্টা ছিলেন যে দেশটি জাতিসংঘের সদস্য। একই সঙ্গে সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এই হামলার নিন্দা করার আহ্বানও জানান রমজান শরীফ।