ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আল-বুরেইজেতে শাহীন পরিবারের ওপরে এই হামলা হয়েছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন। হতাহতদের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার বলেছে, চলতি সপ্তাহে অভিযানের পর আমরা দায়ের আল বালাহ এবং বুরেইজে লড়াই চালিয়ে যাচ্ছি।
কেন্দ্রীয় গাজার ফিলিস্তিনিরা জানাচ্ছেন, ইসরায়েলি হামলার তীব্রতা এতো বেড়েছে যে মনে হচ্ছে যুদ্ধ কেবল শুরু হলো। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি।