English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৪০

- Advertisements -

ইসরায়েলে লেবাননের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বেকা উপত্যকা ও বালবেক শহরে ইসরায়েল এই হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতেও বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বালবেক শহর ও বেকা উপত্যকায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। তবে এসব হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি দাবি করে রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলের সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক বছর ধরে সংঘাত চলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ওই লড়াইয়ের সূত্রপাত হয়। তবে গত সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্রতর হয়েছে।

ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণের শহরতলিগুলো থেকে বাসিন্দাদের গতকাল সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু বাড়িঘর ছাড়ার সুযোগ না দিয়ে ওই দিনই এলাকাগুলোয় হামলা চালান তাঁরা। গতকাল রাতে এক দফার পর আজ বৃহস্পতিবার সকালে আরেক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, রাজনৈতিক কোনো পদক্ষেপ এই সংঘাতের অবসান ঘটাবে বলে মনে করেন না তিনি। ইসরায়েল হামলা চালানো বন্ধ করলে অন্তত আলাপ-আলোচনার পথ খুলতে পারে। ইতিমধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এ প্রচেষ্টা ব্যর্থ হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন