English

28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত: দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী

- Advertisements -

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। তিনি আশা করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। স্থানীয় সংবাদমাধ্যম সানডে টাইমস-এ প্রকাশিত নিবন্ধে তিনি এ মন্তব্য করেছেন।

প্যান্ডর লিখেছেন, ‘আমরা (আন্তর্জাতিক অপরাধ আদালতের) প্রসিকিউটরকে আইসিসির এখতিয়ারের অধীনে চারটি অপরাধের তিনটি লঙ্ঘনের বিষয়ে তদন্তের গতি বাড়ানোর আহ্বান জানাচ্ছি: যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা।’

তিনি লিখেছেন, ‘আমাদের প্রত্যাশা, আইসিসির নীতি ও সর্বোচ্চ দায়িত্ব হিসাবে সবচেয়ে দায়ীদের জন্য গ্রেপ্তারের পরোয়ানা কার্যকর করা উচিত।’ এই দায়ীদের মধ্যে নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কিছু সদস্য অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহারসহ গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা যে কয়েকটি দেশ জানিয়েছে তার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন