ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং অবরুদ্ধ উপত্যকাটিতে নৃশংস যুদ্ধ ফের শুরু করে। তাহলে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও অভিযান শুরু করবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে আব্দুল-মালিক আল-হুথি এই সতর্কবাণী উচ্চারণ করেন।
ইসরায়েলি সরকার গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তাদের বৃহৎ আকারের সামরিক আক্রমণের সমালোচনা করেন তিনি।
হুথি বলেন, “আমরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জেনিন এবং পশ্চিম তীরের উন্নয়ন পর্যবেক্ষণ এবং অনুসরণ করছি,”।
হুথি আরও বলেন, “যদি ইসরায়েল সরকার ফের যুদ্ধ শুরু করে, তাহলে আমরাও আমাদের অভিযান পুনঃরায় শুরু করবো।”
হুথি আরও বলেন যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বের জাতিগুলোর জন্য বিপদ। তাদের বিরুদ্ধে “সচেতনতা, দায়িত্বশীলতা এবং পদক্ষেপ” গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।