English

25 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

ইসরায়েলকে ইরানের নতুন হুঁশিয়ারি

- Advertisements -

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েল যেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজা গণহত্যার পুনরাবৃত্তি না করে। যেখানে ইসরায়েল সরকার তাদের অভিযান তীব্রতর করেছে।

সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, “গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও (ইসরায়েলি) অপরাধ ও হত্যাকাণ্ড পশ্চিম তীরে অব্যাহত রয়েছে। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষকরা যেমন সতর্ক করেছেন, মনে হচ্ছে পশ্চিম তীরে গণহত্যার অপরাধের পুনরাবৃত্তি ঘটতে চলেছে।”

তিনি পশ্চিম তীরে গাজা গণহত্যার পুনরাবৃত্তি রোধে “গুরুতর পদক্ষেপ” নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের হত্যাকাণ্ডকে স্বাভাবিক করার অনুমতি দেওয়া উচিত নয়।”

সম্প্রতি নেদারল্যান্ডসে গঠিত ইসরায়েল-বিরোধী জোটের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বাঘাই ইসরায়েলি অপরাধ বন্ধের লক্ষ্যে যেকোনো উদ্যোগের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “এই জোটের মূল লক্ষ্য হলো গাজায় গণহত্যার জন্য ইহুদিবাদী সরকারের দায়মুক্তির অবসান ঘটানো।” ইরান এই লক্ষ্যে যেকোনো উদ্যোগকে সমর্থন করেছে।

তিনি গাজা যুদ্ধে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ইসরায়েলকে পশ্চিমাদের সমর্থনের নিন্দা করেন। উল্লেখ করেন, ইসরায়েলি নেতাদের অবশ্যই শাসকগোষ্ঠীর অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, নামিবিয়া, কলম্বিয়া, বলিভিয়া, চিলি, সেনেগাল, হন্ডুরাস এবং বেলিজের প্রতিনিধিরা ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনি, কূটনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সমন্বয়ের জন্য হেগ গ্রুপ গঠনের ঘোষণা দেন।

এর লক্ষ্যগুলির মধ্যে প্রধান হলো ইসরায়েলে অস্ত্র সরবরাহ রোধ করা। যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে ব্যবহার করা হতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন