English

27 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫
- Advertisement -

ইসরাইলি হামলায় ৩ দিনে ২০০ শিশুর প্রাণহানি

- Advertisements -

গাজায় গত মঙ্গলবার থেকে নতুন করে চালানো ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২০০ জনেরও বেশি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯০৯ জন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।

এতে বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় মঙ্গলবার ভোর থেকে চালানো ভয়াবহ ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭১০ জনে পৌঁছেছে। যার মধ্যে ২০০ জনের বেশি শিশু রয়েছে। এমনকি গত ২৪ ঘণ্টায় ১১০ জনকে হত্যা করা হয়েছে। ’

এছাড়া এ হামলায় এখন পর্যন্ত ৯০৯ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে দুদিন ভয়াবহ বিমান হামলা চালানোর পর ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার তাদের স্থল অভিযান আরও বিস্তৃত করেছে। যার ফলে উপত্যকাজুড়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইসরাইলি হামলার পাল্টা জবাব হিসেবে বুধবার গাজা থেকে ইসরাইলের তেলআবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম।

বুধবার রাতে চালানো এই হামলার পরপরই অধিকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ অংশে সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করেছে ইসরাইলের চ্যানেল ১২।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেলআবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্যদিকে স্পেন-আয়ারল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলো গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন