ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাবেক প্রতিনিধি আব্বাস আলি সোলাইমানি এক হামলায় নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যমের বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বুধবার সকালে ইরানের উত্তরের শহর বাবলসারে এই ঘটনা ঘটে।
খবর অনুসারে, নিহত আয়াতুল্লাহ আব্বাস আলি সোলাইমানি ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ফর লিডারশিপ অব ইরানের সদস্য ছিলেন। এছাড়া তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাবেক প্রতিনিধি ছিলেন। খামেনির প্রতিনিধিরা সাধারণ ধর্মীয় মৌলভি। ইরানের শীর্ষ নেতার হয়ে তারা প্রাদেশিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা তথা খামেনির প্রতিনিধিত্ব করেন।
ইরানের ফার্স নিউজের খবরে বলা হয়েছে, সোলাইমানির হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে কিংবা হত্যাকারীর বিস্তারিত পরিচয় খবরে উল্লেখ করা হয়নি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট শক্তিশালী ধর্মীয় পণ্ডিতদের দল। তারা শীর্ষ নেতার নির্দেশনা পর্যবেক্ষণ করে থাকেন।