English

26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

- Advertisements -

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভের সমর্থনে মঙ্গলবার ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা উপেক্ষা করে তারা এ ধর্মঘট পালন করেছে।

গত মাসে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যায় মাহসা আমিনি নামের এক তরুণী। এরপর থেকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে যোগ দেওয়ায় প্রায় এক হাজার মানুষকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

এইচআরএএনএ নামের একটি বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরান ও ইস্ফাহানসহ বেশ কয়েকটি শহরে অবস্থান ধর্মঘট হয়েছে। এসব অনেকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পতনের স্লোগান দিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, গত সোমবার পর্যন্ত ২৮৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। এদের মধ্যে ৪৬ জন অপ্রাপ্তবয়স্ক। এছাড়া ১৪ হাজার ১৬০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন