ইরানে গত দুই দিনে তিনজন নারী সাংবাদিককে আটক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে তুমুল বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়।
দেশটিতে গত কয়েক মাসে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ অসংখ্য মানুষ বিক্ষোভের প্রতি সমর্থন দিয়েছেন। সেই সঙ্গে চলছে নির্বিচার ধরপাকড়। এ ধারাবাহিকতায় দুই দিনে আটক করা হয়েছে তিন নারী সাংবাদিককে।
তেহরান সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে দেশটির সংস্কারবাদী সংবাদপত্র এতেমাদের প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, শেষ ৪৮ ঘণ্টায় আটক হওয়া তিন নারী সাংবাদিক হলেন মেলিকা হাশেমি, সাইদেহ সাফিয়ে ও মেহেরনৌশ জারেই।
তাদের রাখা হয়েছে এভিন কারাগারে। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক হওয়া অনেককেই ওই কারাগারে রাখা হয়েছে। তাদের আটকের কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি।