English

26 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড

- Advertisements -

ইরানের একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

ফায়েজেহর আইনজীবীর বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে তার আইনজীবী ফায়েজেহর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানাননি।

তেহরানের সরকারি কৌসুলি গত বছর ফায়েজেহর বিরুদ্ধে ‘প্রচলিত শাসনব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার’ চালানোর অভিযোগ এনেছিলেন।

২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানানো হয়, তেহরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সময় ‘দাঙ্গায় উসকানি’ দেওয়ার অভিযোগে ফায়েজেকে গ্রেফতার করা হয়।

আইনজীবী নেদা শামস তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ফায়েজা হাশেমিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায় এখনও চূড়ান্ত নয়।

এর আগে ২০১২ সালে ফায়েজেহকে একবার কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ২০০৯ সালে ‘দেশ বিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। ফায়েজেহ-এর বাবা সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি ২০১৭ সালে মারা যান। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন