English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যৌথ ঘোষণায় সই আমেরিকা-ইসরায়েলের

- Advertisements -

ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এ নিয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে দুই দেশ।

সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বৃহস্পতিবার এই যৌথ ঘোষণায় সই করেন।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে দু’ জনের মুখোমুখি বৈঠক হয়। এরপরই তারা ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে আমেরিকা তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরায়েলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।

এর আগে আমরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদী রেকর্ড ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। তবে এবার যে ঘোষণায় স্বাক্ষর করা হয়েছে হচ্ছে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন