প্রাচীন শিল্পকর্ম পাচার মামলায় এক ব্রিটিশ নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত জেমস ফিট্টন সাবেক ভূতাত্ত্বিক। চলতি বছরের মার্চ মাসে তাকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার লাগেজে ২০০ বছরের পুরনো প্রত্নবস্তু পাওয়া যায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বাগদাদের ফৌজদারি আদালত ফিট্টনকে ঐতিহ্যবাহী স্থান থেকে প্রত্নবস্তুগুলো দেশের বাইরে পাচারের চেষ্টার জন্য কারাদণ্ড দিয়েছে। এই অপরাধে ইরাকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
একই অভিযোগে ব্রিটিশ নাগরিক ফিট্টনের সঙ্গে জার্মান নাগরিক ওয়াকার ওল্ডম্যানকে গ্রেফতার করা হয়। তবে তিনি খালাস পেয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ফিট্টনের আইনজীবী।