ইরাকের দুটি তেলকূপে বুধবার বোমা হামলা করেছে জঙ্গিরা। রয়টার্সের খবরে জানা যায়, তেলকূপ দুটি ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের কাছে অবস্থিত।
প্রথমে তারা পাশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। পুলিশ এই আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে তেলকূপ দুটিতে হামলা চালায় জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।
ইরাকের তেল সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ওই দুটি কূপ থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। তবে বোমা হামলার কারণে বাই হাসান তেলকুপে কোনও প্রভাব পড়েনি বলেও জানিয়েছে তারা।
এদিকে, তেলকুপে হামলার কারণে যে অগ্নিকাণ্ড ঘটেছে, বড় কোনও ক্ষয়ক্ষতি হবার আগেই সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।