ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে আবৃত্ত। এতে মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত রয়েছে। এই এলাকায় আবারও দুটি রকেট আঘাত হেনেছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট আঘাত হানে। এতে কয়েকটি স্থাপনার ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।’
উল্লেখ্য, এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই রকেট হামলার দায় স্বীকার করেনি। দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে আঘাত হানে।