পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে দেশটিদে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তার নাম ওয়াকার সাত্তি।
স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডির আরএ বাজার থানায় সাংবাদিক ওয়াকার সাত্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পাকিস্তানের ক্যাবল অপারেটর চৌধুরী নাসির কাইয়ুমের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়, অভিযোগকারী ওই ব্যক্তি গত ২৪ আগস্ট ওয়াকার সাত্তি নামের একজনের টুইট দেখতে পান। যেখানে ওয়াকার সাত্তি জানান, কেন তিনি ইমরান খানকে ঘৃণা করেন।
অভিযোগকারীর মতে, ওই ব্যক্তি ইসলামকে অসম্মান করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ওয়াকার সাত্তির টুইটে যেসব শব্দ উল্লেখ করেছে ইমরান খান তার কোনও বক্তৃতায় এসব শব্দ উল্লেখ করেননি। এমন টুইটে হাজার হাজার মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।