বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন, ইমরান খান এখনও এমন দাবিই করছেন। অনাস্থা ভোটের আগেও তিনি সেই বিদেশি ষড়যন্ত্রের ‘প্রমাণ’ থাকা একটি চিঠি জনসভা থেকে টিভি ভাষণে দেখিয়েছেন। যদিও সেই চিঠিতে কী লেখা আছে, তা এখনও জনসমক্ষে আনেননি ইমরান। তবে ষড়যন্ত্রের পেছনের কারিগর হিসেবে ইমরান সরাসরি যুক্তরাষ্ট্রের নামও নিয়েছেন।
তবে ইমরানের এই অভিযোগ যুক্তরাষ্ট্র বারবারই অস্বীকার করেছে। আর মার্কিন সুরেই তাল মেলাচ্ছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার। এবার শাহবাজ শরীফের সরকার ইমরানের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করার ঘোষণা দিয়েছে।
গতকাল শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘সত্য নিশ্চিত বেরিয়ে আসবে।’ তার দাবি, ইমরান খানের এমন অভিযোগ দেশের বড় ক্ষতি করেছে।
যদিও সরকারের করা কমিশন মেনে নেওয়া হবে না বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পিটিআই’র এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্বাধীন তদন্ত কমিশন চায়।