English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ইমরানের কঠিন হুঁশিয়ারি: ‘ক্ষমতা হারাই বা মারা যাই, ওদেরকে ছাড়ব না’

- Advertisements -

পাকিস্তানের রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে নতুন এই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি এবার বিরোধী দলের নেতাদের দুর্নীতিবাজ বলে অভিহিত করলেন ইমরান খান। তিনি বলেছেন, ‘আমি ক্ষমতা হারাই বা মারা যাই দুর্নীতিবাজ নেতাদের ছাড়বো না।’

আজ রবিবার রাতে ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শক্তি প্রদর্শনে বিশাল এক জনসভায় তিনি এই কঠিন হুঁশিয়ারি দেন। ইমরান খান বলেন, ‘সব জাতিই মতাদর্শের ওপর গড়ে ওঠে, আর যে আদর্শের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়েছিল তা হচ্ছে ইসলাম।  আমি যুক্তরাজ্যে থাকার পর একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা সম্পর্কে শিখেছি। এটি ঠিক সেই মডেল ছিল যার ওপর মহানবী মুহাম্মদ (সা.) মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।’

বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মুসলমানরা পবিত্র নবীর (সা.) পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘকাল বিশ্ব শাসন করেছে। ইনশাআল্লাহ, একবার আমরা আমাদের পাঁচ বছরের মেয়াদ শেষ করলে ইতিহাস দেখাবে পিটিআই সরকার যতটা কাজ করেছে অন্য কোনো সরকার এতটা কাজ করেনি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন