ভারতের গুরুগ্রামে ইনস্টাগ্রাম বন্ধুর কাছে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্রী। একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত রাজ দিওয়েদি ওই ছাত্রীর একটি নগ্ন ছবি তার মায়ের কাছে পাঠালে ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, তার মেয়ের সঙ্গে গত বছর উত্তর প্রদেশের স্থানীয় একজনের ইনস্টাগ্রামে বন্ধুত্ব হয়। তাদের বন্ধুত্বের সময় একবার নগ্ন ভিডিও কলে কথা বলে ভুক্তভোগী। পরে অভিযুক্ত তার মেয়েকে গুরুগ্রামের একটি হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর মা জানান, ‘গত সপ্তাহে আরো দুইবার তাকে হোটেলে ডেকেছিল রাজ। না গেলে নগ্ন ভিডিও ও ছবি অনলাইনে শেয়ার করার হুমকি দেয় ও দেখা করার জন্য চাপ দেয়। দেখা না করায় গত মঙ্গলবার, রাজ সোশ্যাল মিডিয়ায় আমার মেয়ের একটি নগ্ন ছবি পোস্ট করে ও আমাকেও পাঠায়। পরে আমার মেয়ে সব সত্য শিকার করে।’
অভিযোগের পর, রাজ দিওয়েদির বিরুদ্ধে যৌন নিপীড়ন, অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামালা করা হয়েছে।
গুরুগ্রাম মহিলা থানার এসএইচও (পশ্চিম) ইন্সপেক্টর পুনম সিং জানান, ‘একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং আমরা অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছি। অভিযুক্ত একজন ছাত্র বলে জানা গেছে।’