ইউরোপগামী চারটি রুশ উভচর যুদ্ধজাহাজ শনাক্ত করেছে জাপানের সামরিক বাহিনী। পশ্চিম অভিমুখী জাহাজগুলোকে সাগরে নিজেদের দ্বীপের কাছাকাছি জায়গায় শনাক্ত করে জাপানের মিলিটারি।
সম্ভবত জাহাজগুলো ইউরোপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাপানের মিলিটারি। রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে উভচর পরিবহনের ছবি, সাধারণত অভিযাত্রী বাহিনীকে উপকূলে অবতরণের জন্য ব্যবহার করা হয়। এগুলোর একটি জাহাজের ডেকের উপর সামরিক ট্রাক দেখা গেছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।