থাইল্যান্ড ট্যুরে গিয়ে গ্রেফতার হয়েছেন ইউক্রেন যুদ্ধবিরোধী একটি রাশিয়ান-বেলারুশিয়ান রক ব্যান্ডদলের সাত সদস্য। থাইল্যান্ডের রিসোর্ট দ্বীপ ফুকেট ভ্রমণের সময় বিআই-২ নামের ব্যান্ডদলটি অনুমতি না নিয়েই সঙ্গীতানুষ্ঠান করে। আর এ অভিযোগেই শুক্রবার (২৬ জানুয়ারি) এটির সদস্যদের গ্রেফতার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, থাই সরকার দলটিকে রাশিয়ায় ফেরত পাঠাতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় মস্কোয় এ দলটি ব্যাপক সমালোচনার শিকার। তাই দলটিকে রাশিয়ায় ফেরত না পাঠানোর জন্য থাইল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
এইচআরডব্লিউ’র দাবি, রাশিয়ায় পাঠানো হলে ব্যান্ডদলটির সদস্যরা নিপীড়নের শিকার হতে পারে। বিবিসি জানিয়েছে, ব্যান্ডদলটি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটক রয়েছে। তবে থাই কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং বিবিসি’র প্রশ্নে কোনো সাড়া দেয়নি। আবার রুশ কর্তৃপক্ষও এখনো ব্যান্ডদলটির বিষয়ে কোনো মন্তব্য করেনি ও তারা দলটিকে দেশে ফেরত নিতে চাইছে কি না, তাও জানায়নি।
এক বিবৃতিতে বিআই-২ এর অফিসিয়াল ফেইসবুক পেজে বলা হয়েছে, ২৬ জানুয়ারিতে যথাযথ অনুমতি না নিয়েই লাইভ সঙ্গীতানুষ্ঠান করায় তারা দোষী সাব্যস্ত হয়েছেন। এখন তারা থাইল্যান্ড থেকে বিতাড়িত হওয়ার মুখে রয়েছে। নিয়মভঙ্গের জন্য দলটি জরিমানাও দিয়েছে বলে জানিয়েছে।
তবে ব্যান্ডদলটির কিছু সমর্থক ওই পোস্টে করা মন্তব্যে অভিযোগ তুলে বলেছেন, বিআই-২ কে নিশানা করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ তাদেরকে আটক করার অজুহাত খুঁজে পেয়েছে।