রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ২০ লাখে পৌঁছেছে বলে জাতিসংঘ। এই ২০ লাখের মধ্যে প্রায় ৮ লাখ শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সংস্থাটি আরও জানিয়েছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে তাদের মধ্যে অনেকেই অভিভাবক ছাড়া নিজেরাই অন্য দেশে পাড়ি দিচ্ছে।
সেভ দ্য চিলড্রেন থেকে ইরিনা সাঘোয়ান জানিয়েছেন, ‘অনেক অভিভাবক তাদের সন্তানদের রক্ষায় অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন। অনেকে প্রতিবেশী বা বন্ধুদের হাতে তুলে দিচ্ছেন। আর ঘরবাড়ি রক্ষায় নিজেরা দেশেই থেকে যাচ্ছেন।’’
এ পর্যন্ত অন্তত ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
জানানো হয়, ২০ লাখ শরণার্থীর মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোভা, রোমানিয়া, রাশিয়া, বেলারুশেও অনেকে আশ্রয় নিয়েছে।