ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এই অস্ত্রের মধ্যে ফ্রান্সের নিজস্ব তৈরি স্ব-চালিত হাউইটজার অস্ত্র রয়েছে।
শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্রাসাদ এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন জানান, মিলান থেকে সিজার, ইউক্রেনে তারা উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র পাঠাচ্ছেন।
ম্যাক্রোঁন বলেন, আমি মনে করি আমাদের এই পথ চালু রাখতে হবে। এসব অস্ত্র চালানো শিখতে ইউক্রেন সেনাবাহিনীর ৪০ সদস্য ফ্রান্সে আসবে বলেও জানান তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে ইউক্রেনে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মিলান পাঠানা হয়েছে।
অন্যদিকে সিজার হলো ট্রাকে স্থাপিত স্ব-চালিত দূরপাল্লার বন্দুক বিশেষ অস্ত্র।
ফ্রান্সের সিজার অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেস্কটার সিস্টেমের তথ্যানুযায়ী, ২০০৯ সাল থেকে এই অস্ত্র আফগানিস্তান, লেবানন, মালি ইরাক এবং পূর্ব এশিয়ায় মোতায়েন করা হয়েছে।