জোর করে রাশিয়ার নিয়ে যাওয়া ইউক্রেনীয়দের মধ্যে ২ লাখ শিশু রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শিশুদের কেউ ছিল অনাথাশ্রমে, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন, কাউকে আবার তাদের পরিবারের সাথে নিওয়ে যাওয়া হয়েছে বলে দাবি ইউক্রেনের নেতার।
বুধবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘কেবল মানুষকে (ইউক্রেনীয়) চুরি করে নিয়ে যাওয়াই এই অপরাধমূলক নীতির একক উদ্দেশ্য নয়, তারা যাতে ইউক্রেনকে ভুলে যায় এবং আর ফিরতে না পারে সেই ব্যবস্থাই করা হবে।’
এই ঘটনায় জড়িতদের ইউক্রেন সাজা দেবে বলে জানিয়ে জেলেনস্কি বলেন, ‘তারা ইউক্রেন জয় করতে পারবে না, ইউক্রেনের মানুষ আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরা দখলদারদের সম্পদে পরিণত হবে না।’
এখন পর্যন্ত রাশিয়ার হামলায় ২৪৩ শিশু নিহত ও ৪৪৬ শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।