কেবল ব্যক্তিগত ক্রোধ আর প্রতিশোধ পরায়ণতা থেকেই মারিওপোলে হামলা চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবিই করেছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
তার দাবি, ২০১৪ সালেই ক্রিমিয়ার সাথে মারিওপোলও দখলে নিতে চেয়েছিলেন পুতিন। তবে সেবার তিনি ব্যর্থ হন। ভেরেশচুক বলেন, ‘আমার মনে হয় ব্যক্তিগত ক্রোধের বর্শবর্তী হয়ে প্রতিশোধ নিতে মারিওপোলে হামলা চালাচ্ছেন পুতিন। কারণ ২০১৪ সালে তিনি শহরটি দখল করতে ব্যর্থ হয়েছিলেন।’
ভেরেশচুক আরও জানান, এখনও দক্ষিণ-পূর্বাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না। তিনি বলেন, ‘পুতিন যদি মানবিক করিডোর চেয়েই থাকেন, তবে কেনো হাসপাতাল, থিয়েটারে হামলা হচ্ছে। মসজিদ, গির্জা কোনো কিছু বাদ যাচ্ছে না। কেউ তাদের থামাতে পারছে না।’