কারও বুক থেকে অবিস্ফোরিত গ্রেনেড সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়ছে, এমন শুনেছেন? অবাক লাগলেও এক ইউক্রেনীয় সেনার বুক থেকে এমনই শক্তিশালী গ্রেনেড বের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইউক্রেনের উপমন্ত্রী হান্নান মালিয়ার বলেন, আহত ইউক্রেনীয় সেনারা বুক থেকে বিস্ফোরক দ্রব্যটি সরিয়ে ফেলতে সক্ষম হন সার্জনরা। ওই গ্রেনেডের ছবিও প্রকাশ করেছেন চিকিৎসক।
সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি জানান, সামরিক চিকিৎসকরা ওই সেনারা শরীর থেকে (VOG) গ্রেনেড অপসারণের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন।