পাকিস্তানি শতকোটিপতি মোহাম্মদ জহুর ইউক্রেনের বিমানবাহিনীর জন্য দুটি যুদ্ধবিমান কিনতে সাহায্য করেছেন বলে দাবি করা হয়েছে। জহুর ইউক্রেনের সংবাদপত্র কিয়েভ পোস্টের সাবেক প্রকাশক।
মোহাম্মদ জহুর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছেন বলে দাবি করেছেন তাঁর ইউক্রেনীয় স্ত্রী সংগীতশিল্পী কামালিয়া জহুর। ইউক্রেনের মিডিয়া টিএসএনের বরাত দিয়ে নিউজউইক এক প্রতিবেদনে জানায়, জহুরের স্ত্রী কামালিয়া বলেছেন, তাঁর স্বামী ও তাঁর ধনী বন্ধুরা যুদ্ধে ইউক্রেনকে নীরবে সাহায্য করছেন।
‘(মোহাম্মদ) আমাকে এটা বলার জন্য সবুজ সংকেত দিয়েছেন। তাঁরা এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন। ’
একসময় ইউক্রেনে থাকতেন মোহাম্মদ জহুর। সে দেশের পত্রিকা কিয়েভ পোস্টের সাবেক এই মালিক যুদ্ধ শুরুর পর ইউক্রেনের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে কাজ করেছেন। পাকিস্তান বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী এ উদ্দেশ্যে অর্থ সংগ্রহ শুরু করেন। তিনি ইউক্রেনীয় শরণার্থীদের যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এ নিয়ে ইতিমধ্যে তিনি কয়েকটি রাষ্ট্রের প্রধান ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখাও করেছেন।