ক্ষতিকর প্রাণী হওয়ায় ইঁদুর মারা খুবই সাধারণ ঘটনা। কিন্তু ইঁদুরকে ডুবিয়ে মারার অভিযোগে কারও জেল হতে শুনেছেন কখনও? এমন ঘটনা এই প্রথম ঘটল ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে। যেখানে এক ব্যক্তির জেল হয়েছে ইঁদুরকে নর্দমায় ডুবিয়ে ‘খুন’ করার অভিযোগে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের নভেম্বরে তিনি একটি ইঁদুরকে নর্দমায় ডুবিয়ে খুন করেছেন। এখন আইন অনুযায়ী তার ৫ বছরের জেল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, ৩০ বছরের ওই যুবকের নাম মনোজ কুমার। আর তার বিরুদ্ধে অভিযোগ তোলেন বিকেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার হয়েছিলেন মনোজ। বিকেন্দ্রর অভিযোগ, নেশার ঘরে একটি ইঁদুরের লেজে পাথর বেঁধে তাকে নর্দমায় ফেলে দেয় মনোজ। নর্দমার ফেলে দেওয়ার আগে ইঁদুরটিকে বারবার নর্দমার জলে ডুবাচ্ছিলেন। কিচ্ছুক্ষণ রেখে আবার তুলেচ্ছিলেন।