আর একটু এদিক সেদিক হলেই নির্ঘাত মৃত্যু। এমন এক পরিস্থিতি থেকে এক ব্যক্তিকে বাঁচিয়ে তুলে গালে কষে চড় মেরেছেন এক পুলিশ কনস্টেবল। এই ঘটনা ভারতের।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শুক্রবার ডাহিসর রেলওয়ে ষ্টেশনে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ রেললাইনে প্রায় কাঁটা পড়ে যাচ্ছিলেন। এসময় দৌড়ে এসে সাহায্যের হাত বাড়ায় এক পুলিশ কনস্টেবল। এতে তৎক্ষণাৎ বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় ওই বৃদ্ধ।
তবে ওই বৃদ্ধকে দুর্ঘটনার হাত থেকে উদ্ধার করার পর কষে চড় দেয় ওই পুলিশ কনস্টেবল।
এদিকে বৃদ্ধকে উদ্ধার করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে হিরোর তকমা পেয়েছেন ঐ পুলিশ কর্মকর্তা।
অনেক সামজিক মাধ্যম ব্যবহারকারী বৃদ্ধের জীবন বাঁচানোয় ঐ পুলিশ কনস্টেবলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
জানা যায়, ওই বৃদ্ধে নাম গানপাত সোলানখি এবং ঐ পুলিশ কনস্টেবলের নাম এসবি নিকাম।
#WATCH | Maharashtra: A constable of Mumbai Police helped a 60-year-old man, who got stuck at a railway track, save his life at Dahisar railway station in Mumbai yesterday. pic.twitter.com/lqzJYf09Cj
— ANI (@ANI) January 2, 2021