আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে আজারবাইজান কিছু সৈন্য হারানোর দাবি করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে এই সংঘর্ষ শুরু হয়। ২০২০ সালে নাগোর্নো-কারাবাখ নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া দুই চির শত্রুর মধ্য এটা সর্বশেষ সংঘাত।
এক বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে আজারবাইজান ব্যাপক গোলাবর্ষণ করেছে। আজেরি সেনারা ড্রোন ছাড়াও আর্টিলারি এবং বড় ক্যালিবার অস্ত্র ব্যবহার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়ার সেনারা সমানুপাতিক জবাব দিয়েছে।
তবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে তুলেছে। সংখ্যা উল্লেখ করা ছাড়াই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান।
এদিকে সংঘাতের খবরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, আমরা স্পষ্ট করেছি, সামরিকভাবে কোনো সমাধান মিলবে না।